কথা : রবিন সরকার
মুজিব নামের পাগল আমি কিসের আমার বাড়ি ঘর
মুর্শিদ আমার মুজিবুল বশর
নাই আমার মরনের ডর ।।
মুজিব তোমায় দেখিয়া তোমার প্রেমে পড়িয়া
মান কুলমান সবই গেলো তোমার লাগিয়া - ২
লোকের নিন্দা প্রানে সয় না
মুজিব বিনে প্রাণ বাঁচেনা, সখি তোরা আমায় ধর - ঐ
তোমায় দেখিবার তরে আমার প্রান কেমন করে
তোমার জন্য সদাই আমার দুই আখী ঝরে - ২
তোমার, প্রেমের সুতায় টান মারিয়া
মুজিব তোমার কাছে নিয়া, দেখা দিয়ো এক নজর - ঐ
এই দুনিয়ার জালা যন্ত্রণা আমার ভালো লাগেনা
চরনে স্বরনে মুজিব আমায় রাখো না - ২
(সরকার) রবিন এই দুনিয়ার ফেরে
তরাইয়া লও দয়া করে, পাপে অঙ্গ জরো জর - ঐ
কোন মন্তব্য নেই