Header Ads

Header ADS

ডাকে আমার মুজিব বাবা চাঁন্দে লিরিক্স

ডাকে আমার মুজিব বাবা চাঁন্দে লিরিক্স

পদকর্তা : আমিনুল পাগলা

ডাকে আমার মুজিব বাবা চাঁন্দে
কাঁন্দে প্রান আমার কাঁন্দে ।।

বাবা তুমি আল্লারো অলি
যেনো ফুটন্ত ফুলেরো কলি - ২
তুমি আমার জানের জান
আমার পরানের পরান - ২
হৃদয় ভরে গেলো গন্ধে - ঐ

বাবা আমার নাইতো ঘর বাড়ি
আমি যে পথেরো ভিখারি - ২
কাঁদে আমার অবুঝ মন
ঝরে আমার দুই নয়ন - ২
মায়ায় জড়ালে তুমি বেন্ধে - ঐ

বাবা ভাসি আমি নয়ন জলে
ঠাই দিয়ো চরনেরো তলে - ২
তোমার আমিনুল পাগলা
তুমি বিনে একেলা - ২
বলে গেলাম গানের ছন্দে - ঐ

কোন মন্তব্য নেই

-ASI- থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.